গ্যাসের দাম বাড়ল, বিদ্যুতের সিদ্ধান্ত সেপ্টেম্বরের পর

01/08/2009 17:16

ঢাকা, আগস্ট ০১- গৃহস্থালি ও শিল্প খাতে ব্যবহৃত গ্যাসের দাম বেড়েছে। শনিবার (০১ আগস্ট) থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত মূল্য। তবে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) এর মূল্য বাড়ানো হয়নি।

সেপ্টেম্বরের পর বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গ্যাসের নতুন মূল্যে গৃহস্থালি খাতে এক চুলার ক্ষেত্রে ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা, দুই চুলার ক্ষেত্রে ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে। মিটারভিত্তিক গৃহস্থালি সংযোগের ক্ষেত্রে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৪৩ দশমিক ২৫ টাকা করা হয়েছে।

Back

Search site

Thanks For All